• সারাদেশ

    রংপুরে ব্যাপক সংঘর্ষে ৪ জন নিহত, আহত অর্ধ শতাধিক

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

      প্রতিনিধি ৪ আগস্ট ২০২৪ , ৪:৫৩:৪৬ অনলাইন সংস্করণ

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রংপুর মহানগর। বিশেষ করে নগরীর জাহাজ কোম্পানীর মোড়, পায়রা চত্বর, সুপার মার্কেট এলাকা এবং সিটি বাজার এলাকায় দফায় দফায় সংঘর্ষে কাউন্সিলরসহ ৪ জন নিহত হয়েছে।

    সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি কমপক্ষে ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

     


    জানা গেছে, পুর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বেলা ১১টা নাগাদ আওয়ামীলীগ অফিসের সামনে লাঠি ও ধারালো অস্ত্র হাতে নিয়ে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকে।


     

    এ খবর ছড়িয়ে পড়লে নগরীর বিভিন্ন দিক থেকে ছাত্র-জনতাও লাঠিশোঠা হাতে নিয়ে পায়রা চত্বর ও জাহাজ কোম্পানী মোড়ের দিকে আসতে থাকে। এক পর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগ তাদের ধাওয়া করলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

     

    এতে গোটা নগরীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা জাহাজ কোম্পানীর মোড় ও পায়রা চত্বরে সমবেত হয়ে একযোগে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া করে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। মুহুর্তেই জাহাজ কোম্পানী মোড় থেকে সিটি বাজার পর্যন্ত গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামীলীগের কাউন্সিলর হারাধন রায় ও তার ড্রাইভার, যুবলীগ কর্মী খসরুসহ ৪ জন নিহত হয়। বেলা ৩ টায় রিপোর্ট লেখা পর্যন্ত কাউন্সিলর হারাধন রায়ের লাশ রাস্তায় পড়ে ছিল। বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

    আহত হয় সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। বেলা দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জাহাজ কোম্পানীর মোড় থেকে টাউন হল পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। এখনও পরিস্থিতি থমথমে।

    আরও খবর

    Sponsered content