• সারাদেশ

    ময়মনসিংহে কওমি মাদরাসার শিক্ষার্থীদের বিক্ষোভ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

      নিউজ ডেস্কঃ ৪ আগস্ট ২০২৪ , ১:৫১:০৫ অনলাইন সংস্করণ

    ময়মনসিংহে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমি মাদরাসার শিক্ষার্থীরা। এ সময় তারা সরকারের পদত্যাগ দাবি করে স্লোগান দেয়।

    রোববার (৪ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর চরপাড়া মোড় সড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

    এ সময় সমাবেশে বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষার্থী আবু সাঈদ, রাশেদুল ইসলাম প্রমুখ। তারা বলেন, ন্যায্য দাবির আন্দোলনে আমাদের ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছে স্বৈরাচারী সরকার। তাদের ক্ষমতায় আর কোনো অধিকার নেই। আমার টাকায় কেনা বুলেট, আমার ভাইয়ের বুকে বিদ্ধ হবে। এটা মেনে নেওয়া হবে না।
    বিক্ষোভ সমাবেশে নগরীর জামিয়া ইসলামিয়াসহ বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

    আরও খবর

    Sponsered content