• সংগঠন সংবাদ

    বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদলের ৪৯ জন নিহতের তালিকা প্রকাশ

      ভাটি বাংলা ডেস্কঃ  ২২ আগস্ট ২০২৪ , ২:১০:১৯ অনলাইন সংস্করণ

    ছাত্রদলের লোগো

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৯ জন নেতাকর্মীর তালিকা প্রকাশ করা হয়েছে।

    ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের ব্রিফিং কক্ষে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন।

    তিনি বলেন, ‘শিক্ষার্থী ও জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৯ জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। এই আন্দোলনে হাজারের অধিক ছাত্রজনতা শহীদ হয়েছেন।

     

    আমি আমাদের সংগঠন ছাত্রদলের ৪৯ জন শহীদসহ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা করছি।’

    রাকিবুল ইসলাম রাকিব উল্লেখ করেন, ‘জুলাই-আগস্ট’ মাসের আন্দোলনে ছাত্রদলের ত্যাগ ছিল নজিরবিহীন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শুরু থেকেই ছাত্রদল পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা সাধারণ ছাত্রদের সাথে যুক্ত হয়ে আন্দোলনকে বেগবান করেছে। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ শহীদ হন। তার মৃত্যু পুরো দুনিয়াকে নাড়া দিয়েছে। একই দিনে দ্বিতীয় ও ছাত্রদলের প্রথম চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরাম শহীদ হন। শহীদ হয়েছে মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি।

    ছাত্রদলের পক্ষ থেকে প্রকাশিত নিহতদের তালিকায় যারা রয়েছেন তারা হলেন- চট্টগ্রাম কলেজের ওয়াসিম আকরাম, ঢাকা মহানগর(পূর্ব) ছাত্র দলের আরিফুর রহমান রাসেল, শেরপুর সরকারি কলেজের মাহবুব আলম, শ্রীবর্দী সরকারি কলেজের সবুজ মিয়া, ময়মনসিংহের গৌরীপুর মোজাফফর আলী ফকির উচ্চ বিদ্যালয় কলেজের বিপ্লব হাসান, টাঙ্গাইলের ভুয়াপুরের অর্জুন ইউনিয়নের ইমন মিয়া, মাগুরা জেলা ছাত্র দলের মেহেদি হাসান রাব্বী, কুড়িগ্রামের উলিপুর ছাত্র দলের রায়হানুল ইসলাম, লক্ষ¥ীপুর সরকারি কলেজের মো. শহিদ কাউসার হোসেন বিজয়, ঢাকা মহানগর (পূর্ব) ছাত্র দলের ফজলে রাব্বী, মুন্সিগঞ্জ মীর কাদিম ছাত্রদলের মানিক মিয়া শারিক, রামপাল ছাত্রদলের ফরিদ শেখ, ঢাকা মহানগর ৪০ নং ওয়ার্ড ছাত্রদলের ইসমাইল হোসেন রাব্বী, সূত্রাপুর থানা ছাত্রদলের শাওন, ঢাকা মহানগর (পশ্চিম) ছাত্র দলের শামীম হাওলাদার, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ইরফান ভুঁইয়া, ভাটারা থানার ছাত্রদলের মুনির হোসেন, সাউথ ইস্ট ইউনির্ভাসিটির ইমতিয়াজ আহমেদ জাবির, ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের তাহিদুল ইসলাম, চাঁদপুরের মতলব ছাত্রদলের পাভেল হাসান রাব্বী, মানিকগঞ্জের শিবালয়ের ৭ নং ওয়ার্ডের রফিকুল ইসলাম, ফত্ল্লুা ইউনিয়ন ছাত্রদলের রাকিব আহমেদ, গাজীপুরের গাছা মেট্রো থানা ছাত্রদলের হৃদয় হোসেন, সাভার ছাত্র দলের আফিকুল ইসলাম সাদ, পল্লবী থানা ছাত্রদলের লিটল হাসান লাল্লু, নোয়াখালীর সোনাইমুড়ি বারগাঁও ইউনিয়নের তানভীর হোসেন মাহমুদ, জামালপুরের শরীফপুর ছাত্রদলের সপ্ত, জামালপুরের দিকপাইভ ছাত্রদলের মো. জাহিদুল ইসলাম, হবিগঞ্জের ৯ নং ওয়ার্ডের রিপন চন্দ্র শীল, নেত্রকোনার দূর্গাপুর থানার গুজিরকোনা ছাত্রদলের সাইফুল ইসলাম, সুনামগঞ্জের জগন্নাথপুর ছাত্রদলের মল্লিক আফজল মিয়া, পঞ্চগড় জেলার বোদার ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সুমন ইসলাম, মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের সাগর আহমেদ, যশোর ছাত্রদলের তানভীর রায়হান আলিফ, ইউসুফ আলী, বাগেরহাটের চিতলমারি শেরে বাংলা কলেজ ছাত্রদলের সাব্বির মল্লিক, আমিনুর রহমান কলেজের আহাদ আলী, মাগুর জগদল ইউনিয়নের রাজু আহমেদ, নরসিংদীর মাধবর্দির মো. শাওন, নোয়াখালীর বেগমগঞ্জের জালালউদ্দিন ডিগ্রি কলেজের আসিফ হোসেন, কক্সবাজারের মহেশখালীর আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের তানভীর সিদ্দিকী, ঈদগাহ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের নুরুল মোস্তফা, ঝালকাঠির ৭ নং ওয়ার্ডের রাকিব হাওলাদার, মুলাদী সরকারি কলেজের মো. রিয়াজ, পটুয়াখালীর গলাচিপার সাগর গাজী, সোনারগাঁও ইউনির্ভাসিটির রাসেল মাহমুদ, সিরাজগঞ্চ জেলার সদরপুরের সুমন ও নরসিংদীর শিবপুর শহীদ আসাদ কলেজের ছাত্র আমজাদ হোসেন।

    ছাত্রদলের সভাপতি বলেন, নব্বুইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন ও পরবর্তীতে এক এগারোর আন্দোলনের ধারাবাহিকতায় স্বৈরশাসকের বিরুদ্ধে গণতন্ত্রের ভ্যানগার্ড হিসেবে ছাত্রদল এবারও পূর্ণশক্তি নিয়ে শেখ হাসিনার পতনের আন্দোলনে ছাত্রজনতার সাথে শামিল হয়েছিল। যে আন্দোলনে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে (পদত্যাগ করে) শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই আন্দোলনে ছাত্রদলের ২হাজার ১শ’ নেতাকর্মী গ্রেফতার হয়েছে। পুলিশ হেফাজতে গ্রেফতারকৃত সকলেই পুলিশী নির্যাতনের শিকার হন।

    অন্যান্যের মধ্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, জাতীয়তাবাতী ছাত্রদল অতীতের মতো ইতিবাচক রাজনীতি ভবিষ্যতেও চলমান রাখবে।

    এই সংবাদ সম্মেলনে ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আজ বিকালে রাজধানীসহ সারাদেশে ছাত্রদলের উদ্যোগে শোক মিছিল করার কথা রয়েছে।

    আরও খবর

    Sponsered content