• মৌলভীবাজার

    বড়লেখায় ছাত্রশিবির নেতা ও তার পরিবারকে হুমকীর অভিযোগ

      বড়লেখা প্রতিনিধি ১১ আগস্ট ২০২৪ , ১১:১৬:১৮ অনলাইন সংস্করণ

    মৌলভীবাজার বড়লেখায় ছাত্রশিবির নেতার পরিবারকে হুমকী ধামকী দিয়ে যাচ্ছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনের এলাকা হওয়ায় এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগ শক্তিশালী থাকায় ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে বিগত ছাত্র জনতার আন্দোলন সমর্থনকারী ও তাদের পরিবারকে হুমকী-ধামকীর ঘটনা ঘটছে।

    গতকাল শনিবার (১০ আগস্ট) বড়লেখা থানার তারাদরম গ্রামের তছলিম উদ্দিনের পুত্র সাবেক ছাত্রশিবির নেতা মিজানুর রহমান ও তার পরিবারকে হুমকী দিয়েছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনের ক্যাডার বাহিনীর ছাত্রলীগের সন্ত্রাসীরা।

    জানা গেছে, সাবেক ছাত্রশিবির নেতা মিজানুর রহমান বৈষম্যবিরোধী, দূর্নীতি ও ন্যায়বিচারের পক্ষে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করে আসছেন। আন্দোলন চলাকালে তিনি ফেইসবুকে লিখেছেন- হাসিনার পালিত সন্ত্রাসীরা এদেশকে ধ্বংস করেছে ও সাধারণ ছাত্রজনতাকে গুলি করে হত্যা করছে। এখন সময় এসেছে প্রতিরোধ গড়ে তোলার। এসব লেখালেখি কাল হয়ে দাঁড়ায় মিজানুর রহমানের পরিবারের জন্য। দীর্ঘ ২ বছর পর সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ছুটিতে আসেন তার বড় ভাই অলিউর রহমান। এই সুযোগে স্থানীয় যুবলীগ নেতা আশিক উদ্দিন ও তার পালিত সন্ত্রাসীরা গতকাল শনিবার (১০ আগষ্ট) তার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার পরিবারকে অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়।

    এ সময় যুবলীগের সন্ত্রাসীরা তার পরিবারকে বলে ‘মিজানুর রহমান দেশে থাকাকালীন আমাদের বিরুদ্ধে লেখালেখি করতো। এখনো প্রবাসে বসে আমাদের বিরুদ্ধে লেখা লেখি চালিয়ে যাচ্ছে এবং অপপ্রচার করছে আমাদের নেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু ও যুবলীগের নেতাকর্মীর নামে। একাধিক বার নিষেধ করার পরও সে বিরত থাকে নি। তাকে নিষেধ করে দিবেন প্রবাসে বসে আর লেখালেখি না করতে। যদি আর আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকে তাহলে তাকে ও তোমাদেরকে দেখে নেবো।

    এ ব্যাপারে সিলেট জেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মিজানুর রহমানের ভাই অলিউর রহমান বলেন, গতকাল শনিবার যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী আশিক উদ্দিন আমাদের বাড়িতে আসে আমার ভাইর নাম ধরে ডাকাডাকি করে। অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এসব শুনে আমি ঘর থেকে বের হয়ে দেখি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে আছে। আমাদের বাড়িতে আমার ভাইকে কেন ডাকছেন ও গালাগালি করছেন জানতে চাইলে আশিক ও তার সন্ত্রাসীরা আমার দিকে দেশীয় অস্ত্র তাক করে বলে, তোর ভাই বেশি বেড়ে গেছে। দেশে থেকে আমাদের বিরুদ্ধে অনেক লেখালেখি করছে এখন প্রবাসে বসেও লেখছে আমাদের নামে, তোর ভাইকে সাবধান করে দিস নইলে তাকে পেলে মেরে ফেলবো এমনকি তদের সবাইকে গুলি করে মেরে ফেলবো।

    এসময় ভীতসন্ত্রস্থ হয়ে অলিউর রহমান বলেন, আমি আমার ভাইকে লেখালেখি বন্ধ করতে বলবো। এরপরও তোমরা এভাবে আমার বাড়ীতে অস্ত্রশস্ত্র নিয়ে আসবেনা। কারণ আমার পরিবারের বৃদ্ধা নারী ও শিশু রয়েছেন। এ ব্যাপারে জানতে যুবলীগ নেতা আশিকের মোবাইল নাম্বারে কল দিলে রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    আরও খবর

    Sponsered content