• সারাদেশ

    পৃথিবীর কোনো দেশের শিক্ষার্থীদের এতো ত্যাগ স্বীকার করতে হয়নি: প্রধান উপদেষ্টা

      স্টাফ রিপোর্টারঃ ১৮ আগস্ট ২০২৪ , ৭:৪০:২৫ অনলাইন সংস্করণ

    দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীর কোনো দেশের শিক্ষার্থীদের এতো ত্যাগ স্বীকার করতে হয়নি। দুনিয়ার কোথাও নাগিরকদের এতোটা মানবাধিকার বঞ্চিত হয়নি।

     

    রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থা-সংগঠনের প্রধানদের নিয়ে ওই ব্রিফিং হয়। সেখানে প্রধান উপদেষ্টা নিজের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বিদায়ী শেখ হাসিনা সরকারের দুর্নীতি এবং চরম অব্যবস্থাপনার বিষয়গুলোও তুলে ধরেন।

    ড. ইউনূস বিদেশিদের বলেন, এখন ক্লোজ টু নরমালসি এসেছে। পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফেরানোই অন্তর্বর্তী সরকারের এখনকার প্রায়োরিটি। প্রধান উপদেষ্টা বলেন, বিগত সরকারের কারণে দেশে দুর্নীতিতে ছেয়ে গেছে। এটা ঠিক করতে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, আশা করি নতুন বাংলাদেশ তৈরিতে সকলেই পাশে থাকবেন। প্রফেসর ইউনূস বলেন, বিগত নির্বাচনগুলোতে ব্যাপক কারচুপি হয়েছে।

    বিজ্ঞাপন

    ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা সরকার সকল প্রতিষ্ঠানকে প্রায় ধংস করে দিয়েছে।

     

    প্রধান উপদেষ্টা বলেন, অনিয়ম আর দুর্নীতি সর্বত্র। সব কিছু নতুন করে শুরু করতে হচ্ছে। যারা এই আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানান ড. মুহম্মদ ইউনূস। ছাত্রদের অনুরোধের প্রেক্ষিতে তিনি দায়িত্ব নিয়েছেন বলে জানান।

    0Shares

    আরও খবর

    Sponsered content