নিউজ ডেস্কঃ ১৮ আগস্ট ২০২৪ , ২:২৪:৪৬ অনলাইন সংস্করণ
নেত্রকোনার পূর্বধলায় মন্দিরে আগুন দিতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছেন হিন্দু এক যুবক।
শনিবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাড়হা ঘোষপাড়া কালী মন্দিরে অগ্নি সংযোগ ও ভাঙচুর করতে গিতে আটক হন তিনি।
আটক নেপাল চন্দ্র ঘোষ (৩৪) উপজেলার জারিয়া ইউপির নোয়াপাড়া গ্রামের সুধীর চন্দ্র ঘোষের ছেলে।
স্থানীয় বিমল চন্দ্র বর্মন জানান, ‘শনিবার আনুমানিক রাত ২টার হঠাৎ হাতুরি দিয়ে মন্দির ভাঙার শব্দ শুনতে পেয়ে আমরা ছুটে আসি। তখন কয়েকজন ছুটে পালিয়ে গেলেও নেপাল পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে থানা পুলিশে সোপর্দ করা হয়।’
আটক নেপাল চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বহিরাগত ছয়জন এবং স্থানীয় দুজন; মোট আটজন ছিলাম। সবাই পালিয়ে গেলও আমি দেয়াল টপকিয়ে পড়ে পায়ে ব্যথা পেয়েছি।’
তবে তার সাথে কারা ছিল সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তাজুল ইসলাম জানান, এ ঘটনার সাথে জড়িত নেপালকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।