• খেলাধুলা

    পলাতক থেকে পদত্যাগ করলেন বিসিবির পরিচালক সিলেটের নাদেল

      ভাটি বাংলা ডেস্কঃ ৩০ আগস্ট ২০২৪ , ২:৩৬:০০ অনলাইন সংস্করণ

    শফিউল আলম নাদেল - ছবি : সংগৃহীত


    খবর রটেছিল আগেই, তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষায় ছিল সবাই। অবশেষে প্রায় পাঁচ ঘণ্টার রুদ্ধদ্বার মিটিং শেষে বিষয়টা নিশ্চিত করলেন বিসিবি সভাপতি। বিসিবির নারী উইং চেয়ারম্যান শফিউল আলম নাদেল দায়িত্ব ছেড়েছেন।

     

    বিসিবির নারী উইং চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শফিউল আলম চৌধুরী নাদেল।

    বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এসে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

    রাজনৈতিক পালাবদলের ফলে কয়েকদিন আগেই পদত্যাগ করেছেন সদ্য সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিসিবির অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুসও। সেই ধারাবাহিকতায় এবার সরে দাঁড়ালেন নাদেলও।

    মূলত ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলে বড় ধাক্কা লাগে ক্রিকেটে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ড কর্তাদের বেশিরভাগ জড়িত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সাথে। ফলে সরকার প্রধানের সাথে সবাই চলে যান আত্নগোপনে।

    রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন নাদেলও। সর্বশেষ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন তিনি। এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদেও দায়িত্ব পালন করছেন তিনি। ফলে গা ঢাকা দেন নাদেলও।

    আড়াল থেকেই পদত্যাগ করলেন বিসিবির শীর্ষ এই কর্তা। মেইল করে নিজের পদত্যাগ পত্র জমা দেন নাদেল। তাতে বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো তার অধ্যায়। দায়িত্বে থাকা অবস্থায় বিসিবির নারী উইং চেয়ারম্যান ছিলেন তিনি।

    এখন দেখার বিষয় নাদেলের বদলে কে আসেন ক্রিকেট বোর্ডে। নাজমুল হাসান পাপন ও জালাল ইউনুসের বদলে সুযোগ মেলে ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমের। এবার নাদেলের জায়গায় শোনা যাচ্ছে খালেদ মাসুদ পাইলটের নাম।

    আরও খবর

    Sponsered content