বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচি সোমবার (৫ মার্চ)। এদিন ঢাকায় বিভিন্ন পয়েন্টে অবস্থান নেবেন আন্দোলনকারী ও ঢাকার বাইরে থেকে আসা জনতা।
রবিবার (৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদ। ছোট ছোট পয়েন্টগুলোতে বিচ্ছিন্নভাবে না থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শক্তিশালী অবস্থান গড়ে তোলার আহ্বান জানান তিনি।
পয়েন্টগুলো হলো-
মহাখালী- উত্তরবঙ্গ হয়ে আসা ছাত্র-জনতা
রামপুরা, বাড্ডা- সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ও জনতা
সায়েদাবাদ- নারায়ণগঞ্জ হয়ে আসা ছাত্র-জনতা
মিরপুর ১০- আশেপাশের এলাকার ছাত্র-জনতা
শহীদ মিনার- ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও জনতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ও জনতা,বরিশাল রুট দিয়ে আসা ছাত্র-জনতা
মোহাম্মদপুর- আশেপাশের এলাকার ছাত্র-জনতা
গাবতলী- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জনতা, ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে আসা ছাত্র-জনতা
এর আগে রোববার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আন্দোলনকারীদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।