• সারাদেশ

    চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর পুলিশের সামনে ছাত্রলীগের প্রকাশ্যে গুলি, রণক্ষেত্র নিউ মার্কেট

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

      প্রতিনিধি ৪ আগস্ট ২০২৪ , ২:০০:০৭ অনলাইন সংস্করণ

    আন্দোলনকারী ছাত্র-জনতার সাথে নগরীর বিভিন্ন এলাকায় ছাত্রলীগ যুবলীগের সংর্ঘষ চলছে নগরীর বিভিন্ন এলাকায়। সংর্ঘষে নিউ মার্কেট এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়েছে।

     


    সেখানে শিক্ষার্থীসহ অনেকে গুলিবিদ্ধ হয়েছে। আটজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকাল থেকে শিক্ষার্থীরা সমাবেশ শুরু করে


     

    আওয়ামী লীগ একই স্থানে সমাবেশের ডাক দিলেও তারা দুপুর পর্যন্ত সেখানে যায়নি। পরে পুলিশ পাহারায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা সেখানে গেলে ছাত্রজনতা তাদের প্রতিরোধ করে। এসময় সংর্ঘষ শুরু হয়। ছাত্রলীগ কর্মীদের কয়েক জনকে প্রকাশ্যে গুলি করতে দেখা যায়।

     

    পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল ছুড়ে। এছাড়া নগরীর চকবাজার কাপাসগোলা এম এ আজিজ স্টেডিয়াম এলাকায়ও সংর্ঘষের খবর পাওয়া গেছে। এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এ সমাবেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

    পাশাপাশি যোগ দিয়েছে বিভিন্ন পেশার মানুষ। সকাল সাড়ে ১০টা থেকে নগরের কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ শুরু করে তারা। এসময় সমাবেশ থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সকাল সাড়ে ১১ টার দিকে বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়।

     

    পুলিশ টিয়ারসেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, দুই পক্ষের মাঝখানে বেরিক্যাড দেওয়া হবে। যাতে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। নগরে দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও থানা পুলিশ মাঠে রয়েছে।

    আরও খবর

    Sponsered content