ডেস্ক রিপোর্ট: ২ আগস্ট ২০২৪ , ৭:১৬:৫১ অনলাইন সংস্করণ
মিছিল আসছে তো আসছেই। এর যেন শেষ নেই। লোকে লোকারণ্য হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার।
স্লোগানে স্লোগানে উত্তাল। শুক্রবার বেলা তিনটার দ্রোহ যাত্রা পরিণত হয়েছে জনসমুদ্রে। যাতে যোগ দিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক কর্মীসহ আপামর জনতা।
গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে একত্র হন তারা।
এরপর মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে, টিএসসি থেকে শহীদ মিনারে এসে জড়ো হন। বর্তমানে স্লোগানে স্লোগানে উত্তাল শহীদ মিনার।