• সারাদেশ

    কাউখালীতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টাকারী অমৃত শীল জনতার হাতে আটক

      নিউজ ডেস্কঃ ৯ আগস্ট ২০২৪ , ২:৪২:২৯ অনলাইন সংস্করণ

    কাউখালীতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টাকারী অমৃত শীল জনতার হাতে আটক - নয়া দিগন্ত


    পিরোজপুরর কাউখালীতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টাকারী অমৃত শীল জনতার হাতে আটক হয়েছে।

    জানা গেছে, উপজেলার ৪ নম্বর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের উত্তর সুবিদপুর গ্রামের বিমল শীল -এর ছেলে অমৃত শীল সামাজিক যোগাযোগে মন্দির ভাঙ্গার কথা এবং আর কত নির্ঘুম রাত কাটালে স্বাধীনতা পাবে সনাতন ধর্মালম্বীদের পোষ্ট করলে এলাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্কেরর সৃষ্টি হয়। তাৎক্ষণিক এলাকাবাসী ৮ আগস্ট বৃহস্পতিবার বিকেলে অমৃত শীলকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার এর কক্ষে নিয়ে যায়।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা জানান, অমৃত শীলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, আমি ভুল করেছি। আর জীবনে কখনো এ ধরনের উস্কানিমূলেক পোস্ট দিবো না। আমাকে ক্ষমা করে দিন।

    আরও খবর

    Sponsered content