নিউজ ডেস্কঃ ১৭ আগস্ট ২০২৪ , ২:৫২:২৫ অনলাইন সংস্করণ
উন্নত চিকিৎসার জন্য অতি শিগগিরই বিদেশে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে এক দোয়া মাহফিল-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জন্মদিনে একটা সুসংবাদ দিতে চাই আমি। আল্লাহ যদি রহম করেন ম্যাডামকে অতি শিগগিরই আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা উনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, পুরোপুরি সুস্থ হয়ে যেন তিনি আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থারাইটিস, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ২৩ জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়েছে।
এর আগে ২৩ সালের অক্টোবরে খালেদা জিয়ার লিভার সিরোসিস রোগের চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত জনস হপকিন্স হাসপাতালের তিন চিকিৎসক ঢাকায় এসে চিকিৎসা দেন।
নয়াপল্টনে বিএনপির উদ্যোগে এই মিলাদ মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা এবং চলমান আন্দোলনে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়াও অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করে মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক।
খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট। তবে জন্মদিনে তেমন কোনো কর্মসূচি ছিল বিএনপির। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া চতুর্থ। বাবা এস্কান্দর মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে।
১৯৮১ সালের ৩০ মে স্বামী সাবেক সামরিক শাসক জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতির অঙ্গনে পা রাখেন গৃহবধূ খালেদা জিয়া। প্রথমে দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন তিনি। তিন দফা দফা বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন খালেদা জিয়া।
গত ৮ জুলাই থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, আজকে নিয়ে এক মাস ১৬ দিন এভারকেয়ার হাসপাতালে আছেন ম্যাডাম। গত দুই দিন ধরে উনার অবস্থা কিছুটা স্থিতিশীল বলা যায়। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের তাকে থাকতে হয়। এখন সিসিইউর সুবিধা সমেত কেবিনে তার চিকিৎসা চলছে।
বিদেশে মাল্টিপল সেন্টারে উনাকে চিকিৎসা দেয়ার জন্য মেডিক্যাল বোর্ড সুপারিশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার এটা কর্ণপাত করেনি। এখন সেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, ম্যাডাম মুক্তি পেয়েছেন। আমরা এখন তাকে বিদেশে নেয়ার প্রক্রিয়া শুরু করেছি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পরিচালনায় এই দোয়া মাহফিলে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, শাম্মী আখতার, আবদুস সাত্তার পাটোয়ারি, ঢাকা মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনু, যুব দলের মোনায়েম সুন্না, নুরুল ইসলাম নয়ন, উলামা দলের মাওলানা কাজী মো: সেলিম রেজা, মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় গতকাল সারা দেশে দোয়া অনুষ্ঠান করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। এসব দোয়া ও আলোচনা অনুষ্ঠানে তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা ও আরাফাত রহমানের রূহের মাগফিরাত কামনা করা হয়।
এ ছাড়া সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
নোয়াখালী অফিস জানায়, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নোয়াখালীতে শুক্রবার বাদ আসর জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর পূর্ব বাজার কাচারি বাড়ি মসজিদে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আ: রহিম, বিএনপি নেতা মিয়া ফয়সল, যুবদলের নোয়াখালী জেলা সভাপতি মনজুরুল আজিম সুমন প্রমুখ।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভালুকা পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রুহুল আমীন মাসুদ, গোলজার হোসেন, আহসান উল্যাহ খান রুবেল, সাখওয়াত হোসেন পাঠান, শামছুদ্দিন আহমেদ ও মতিউর রহমার মিল্টনসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং আহতদের জন্য জেলার সর্বত্র দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়ার আয়োজন ছিল জেলার সকল মসজিদে মসজিদে। শুক্রবার বাদ জুমা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশের শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। এ ছাড়া আহতদের আশু রোগমুক্তি কামনা করা হয়। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়।।
গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকার বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে কখনই আপস করেননি। তিনি ছিলেন আপসহীন নেত্রী।
স্বৈরশাসক মিথ্যা ও সাজানো মামলায় অন্যায়ভাবে তাকে জেলে নিক্ষেপ করার পরও তিনি মিথ্যার কাছে মাথা নত করেননি।
গতকাল শুক্রবার বাদ আসর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারির সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপি নেতা আজিজুল হক রাজু মাস্টার, মহানগর তাঁতী দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাজী মোহাম্মদ স্বপন প্রমুখ।
মাধবদী (নরসিংদী) সংবাদদাতা জানান, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুক্রবার নরসিংদীর মাধবদীতে ও বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অন্য ধর্মাবলম্বীরা তাদের নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করেন। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নরসিংদীর সদর থানা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, তোফাজল হোসেন তফু চেয়াম্যান, মাইনুল চেয়াম্যান, মফিজুল ইসলাম, মো: হোসেন আলী, শাহান উল্লাহ, সুলাইমান ভুইয়া, লতিফ প্রমুখ।
তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তার ঐতিহাসিক তেঁতুলতলায় মুক্ত মঞ্চে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন রঞ্জেুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক তাজউদ্দীন, উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ মিয়া।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের ইশিকা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো: তৌফিকুল ইসলাম, কে এম বাবর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ আলম সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব, সাধারণ সম্পাদক মো: কবিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদল সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপি ও তার সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গাবতলী (বগুড়া) সংবাদদাতা জানান, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রূহের মাগফিরাত কামনায় শুক্রবার বাদ জুমা বগুড়ার গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদে পৌর বিএনপি ও অঙ্গদলের আয়োজনে দোয়া মুনাজাত করা হয়েছে।
দোয়া মুনাজাতে অংশ নেন জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ও পৌর মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, সহসভাপতি আতোয়ার রহমান, মতিয়ার রহমান মতি, আফছার আলী মিজু, আবু হাসনাত সাহিন, মাহবুবুর হাসান নিভা, আব্দুল গফুর শাহ্, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম প্রমুখ।
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বাগাতিপাড়ায় বেগম খালেদা জিয়ার জন্মদিন, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের এবং আহতদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে মালঞ্চি বাজারস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহামুদ, মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান শফিক, পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আনছার আলী মণ্ডল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা সদস্যসচিব শাহারিয়ার মাহামুদ স্বাধীন, ছাত্রনেতা তারেকুজ্জামান সম্রাট, তারিক আজিজ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ মোতালেব আলী পান্না এবং যুগ্ম আহ্বায়ক মোরশেদ রহমান প্রমুখ।
চট্টগ্রাম ব্যুরো জানায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নেত্রী নন। এই উপমহাদেশে তিনি সবচেয়ে জনপ্রিয় নেত্রী। নারী নেত্রীদের মধ্যে বিশ্বে গণতন্ত্রের জন্য এত লড়াই সংগ্রাম আর কেউ করেনি। আমাদের নেত্রী রাজনীতিতে এত সহনশীলতার পরিচয় দিয়েছেন, যা অন্য কেউ করেনি। অথচ শেখ হাসিনার অবৈধ সরকার তাকে অন্যায়ভাবে বন্দী করে দেশের গণতন্ত্রকে বন্দী করে রেখেছিল।
তিনি গতকাল শুক্রবার বাদে আসর কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির কেন্দ্র ঘোষিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রূহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জামে মসজিদে খতিব মাওলানা এহসানুল হক।
এতে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান।
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা জানান, শেরপুরের নালিতাবাড়ীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে নালিতাবাড়ী উপজেলা বিএনপি।
আড়াইআনি বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি অধ্যক্ষ নূরুল আমিনের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ান, আশরাফ ভেরাইটিস, আমিনুল ইসলাম জিন্নাহ, আবু রায়হান, অধ্যাপক আব্দুল্লাহ, সামেদুল ইসলাম মুন্সী প্রমুখ। উপস্থিত ছিলেন রূপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান, সেলিম মাহমুদ লেবু, আনিছুর রহমান, স্বেচ্ছাবেক দলের নূরুজ্জামান খোকন, বুলবুল আহামেদ, ছাত্রদলের দূর্জয় হাসান শাকিলসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।