• সারাদেশ

    ‘আশ্রয় দিতে প্রস্তুত নয়’ ব্রিটেন, কোথায় যাবেন হাসিনা? বৈঠক অজিত ডোভালের সঙ্গে

      নিউজ ডেস্কঃ ৫ আগস্ট ২০২৪ , ৯:১৯:৩১ অনলাইন সংস্করণ

    সোমবার (৫ জুলাই), দুপুরেই সামরিক হেলিকপ্টারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন, ‘গণভবন’ ছেড়েছিলেন শেখ হাসিনা। তারপর, বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে তিনি গিয়েছেন ভারতে। নয়া দিল্লির কাছে, গাজিয়াবাজে ভারতীয় বিমানবাহিনীর হিন্দোন ঘাঁটিতে নেমেছে শেখ হাসিনার বিমান। এরপর কোথায় যাবেন তিনি?

    সূত্রের খবর লন্ডনে যেতে চান শেখ হাসিনা। তার বোন, শেখ রেহানা ব্রিটিশ নাগরিক। তবে, সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দিতে এখনই প্রস্তুত নয় ব্রিটেন। তারা জানিয়েছে, শেখ হাসিনাকে তারা এউ মুহূর্তে আশ্রয় দিতে পারবে না। তাহলে কি ভারতেই থাকবেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী?

     

    আপাতত, হিন্দোন বিমানবাহিনীর ঘাঁটিতেই আছেন শেখ হাসিনা। দুই-তিনদিন অন্তত তিনি ভারতেই থাকবেন বলে শোনা যাচ্ছে। তিনি লন্ডন উড়ে যেতে চেয়েছিলেন। কিন্তু, পরিবর্তিত পরিস্থিতিতে, এখনও তিনি তার পরবর্তী পদক্ষেপ ঠিক করেননি বলে জানা গিয়েছে। তিনি এখনও পর্যন্ত ভারত সরকারের কাছে কোনও সাহায্য চাননি বলেই জানা গিয়েছে।

     

    তবে সরকারি সূত্রের খবর, শেখ হাসিনা কোনও অনুরোধ করলে, ভারত সরকার তা বিবেচনা করবে। এদিন হিন্দোন বিমান ঘাঁটিতে গিয়ে সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দুই জনের প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক হয়। দুজনের মধ্যে কী কথা হয়েছে তাও জানা যায়নি। বৈঠকের পর বিমানবাহিনীর ঘাঁটি ত্যাগ করেছেন অজিত ডোভাল।

     

    এদিকে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে ভারত সরকার। বিশেষ করে উত্তর-পূর্ব রাজ্যগুলিতে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছে সরকার। তাই উত্তর-পূর্বের রাজ্যগুলিকে বিশেষ সতর্কতায় রাখা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সবকিছু জানান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্র সচিবকে নিয়ে তাকে সংসদ ত্যাগ করতে দেখা যায়। তার আগে সংসদে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা বলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সূত্র: টিভি ৯।

    আরও খবর

    Sponsered content