প্রতিনিধি ৪ আগস্ট ২০২৪ , ১:৪৪:১৪ অনলাইন সংস্করণ
একদফা দাবী নিয়ে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্র লীগ নামধারীদের হামলার পরে বরিশাল মহানগরী এখন রনক্ষেত্রের রূপ নিয়েছে। সকাল থেকে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতষ্ঠানের মিছিল নথুল্লাবাদে যাবার পরে সাড়ে ১১টার দিকে নবগ্রাম রোড-চৌমহনীতে ছাত্রলীগ নামধারীদের হামলার পরে পুরো নগরী বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
নগরীর বিভিন্ন এলাকা থেকে ছাত্ররা চৌমহনী এলাকায় যড়ো হয়ে নথুল্লাবাদের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১ টার দিকে নবগ্রাম রোডের দিক থেকে আগত ছাত্র লীগের শ্লোগান দিয়ে একটি মিছিল এসে আন্দেলনরত ছাত্রদের ওপর হামলা চালায়।
এসময়ে তাদের হাতে রমদা সহ বিভিন্ন ধারাল অস্ত্রও দেখা যায়। হামলাকারীরা বেশ কিছু পটকার বিস্ফোরনও ঘটায়। হামলায় আন্দোলনরত ছাত্ররা সাময়িক পিছু হটে নথুল্লাবাদের দিকে চলে গিয়ে সেখান থেকে শক্তি সঞ্চার করে পুনরায় হাজার হাজার ছাত্রÑছাত্রী চৌমহনী এলাকায় ফিরে এলে ছাত্রলীগ কর্মীরা পালিয়ে যায়।
সেখানে পুরো এলাকা যুড়ে আন্দোলনরত ছাত্ররা একদফা দাবীর শ্লোগান তোলে। এরপরে নবগ্রাম রোড চৌমহনীতে পুলিশ বক্সটি ভাংচুড় ও অগ্নি সংযোগ করে বিক্ষুব্ধরা। এসময় অনতিদুরে বেগম শাহানারা আবদুল্লাহ পার্কেও হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্ররা। বরিশাল-ফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়কের জমি দখল করে মহাসড়কের ওপরই সাবেক নগর পরিষদ ঐ পার্কটি নির্মান করেছিল।
তবে আন্দোলনরত ছাত্র নেতৃবৃন্দ বার বারই মাইকযোগে কোন ধরনের হমলা ও ভাংচুড় থেকে বিরত থাকতেও সবার প্রতি আহবান যানাচ্ছেন। দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নবগ্রাম রোড-চৌমহনী পর্যন্ত এলাকায় অবস্থান সহ এক দফার পক্ষে শ্লোগান দিচ্ছিল। আইন-শৃংখলা বাহিনীকে মাঠে দেখা যাচ্ছেনা।
বরিশাল মহানগরীর আরো বিভিন্ন এলাকাতেও গোলযোগ সংঘর্ষ চলছিল।