ভাটি বাংলা ডেস্কঃ ৩০ আগস্ট ২০২৪ , ৪:১৫:৩৭ অনলাইন সংস্করণ
উৎখাত হওয়া আওয়ামী সরকারের ১৪ মন্ত্রী-এমপি’র বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান লুট, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান পর্যায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক)র আবেদনের প্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা দেয়া হয়।
গতকাল বৃহস্পতিবার সংস্থার উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।
এ তথ্য জানিয়েছেন সংস্থাটির প্রসিকিউটর মাহমুদ জাহাঙ্গীর হোসেন। নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, তৎকালিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সমাজকল্যাণমন্ত্রী ডা: দীপু মনি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্র লাল ত্রিপুরা, কাজিমউদ্দিন, নূর-ই-আলম চৌধুরী ও জিয়াউর রহমান।
আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকায় এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার এমপিদের দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।