• লিড

    ডিবি হেফাজত থেকেই সকল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা সমন্বয়কদের

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

      ডেস্ক রিপোর্টঃ ২৯ জুলাই ২০২৪ , ১২:১৮:১৮ অনলাইন সংস্করণ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক - ছবি : সংগৃহীত


    ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজত থেকেই সকল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক। তারা হলেন মো: নাহিদ ইসলাম, মো: সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো: আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

     

    রোববার (২৮ জুলাই) রাতে ডিবির সাথে আলোচনা শেষে ডিবি কার্যালয় থেকে এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় অন্য পাঁচ সমন্বয়ক তার সাথে ছিলেন।

     

    ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ও তার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। সুষ্ঠু-তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’

     

    তিনি আরো বলেন, ‘আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা এরই মধ্যে পূরণ করেছে সরকার। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। এ মুহূর্ত থেকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।’

    আরও খবর

    Sponsered content