• সারাদেশ

    কোটা সংস্কার আন্দোলনঃ সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’কর্মসূচি ঘোষণা

      ডেস্ক রিপোর্টঃ ৩১ জুলাই ২০২৪ , ৩:১৪:১৫ অনলাইন সংস্করণ


    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবার ‘মার্চ ফর জাস্টিস’ নামে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা।

    মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, আগামীকাল বুধবার দেশের সকল আদালত, ক্যাম্পাস ও রাজপথে এই কর্মসূচি পালন করা হবে।

    তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা-মামলা, গুম ও খুনের প্রতিবাদে এবং জাতিসঙ্ঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে’ তারা এই কর্মসূচির ডাক দিয়েছে। তাদের কর্মসূচির মূল লক্ষ্য পূর্বঘোষিত নয় দফা দাবি আদায় করা।

    সেই নয় দফা দাবির মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেককে বরখাস্ত করার মতো দফা রয়েছে।

    সূত্র : বিবিসি

    0Shares

    আরও খবর

    Sponsered content