ডেস্ক রিপোর্টঃ ২৩ জুলাই ২০২৪ , ১২:৫৪:৫৯ অনলাইন সংস্করণ
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েক দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৭৯ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এই আন্দোলন ঘিরে সহিংসতায় সারা দেশে ১৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা সাংবাদিকদের জানান, গত কয়েক দিনে ঢাকা মেডিকেলে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৭৯ জন। সোমবার পর্যন্ত এ সংখ্যা ছিল ৭৮ জন।
মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত আরেকজনের মৃত্যু হয়েছে।
বিবিসি সংবাদদাতা তারেকুজ্জামান শিমুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছেন, মৃত ব্যক্তির নাম হৃদয় চন্দ্র।
এছাড়া কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর হাসপাতালটিতে এক হাজারেরও বেশি আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৯ জন। আর সংঘর্ষে আহত অবস্থায় হাসপাতালে আনার পরপরই মৃত ঘোষণা করা হয়েছে ৬০ জনকে।
সূত্র : বিবিসি