• ইসলামি জীবন

    ভাটি বাংলা পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা

    পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে

      ফাহমিদা ইসলাম মুন্নী, স্টাফ রিপোর্টার: ১৬ জুন ২০২৪ , ৪:৩৬:০২ অনলাইন সংস্করণ

    মুসলিম সম্প্রদায়ের ২য় বৃহত্তম ধর্মীয় উৎসবপবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসী,পাঠক,সংবাদদাতা, বিজ্ঞাপন দাতা, শুভানুধ্যায়ীসহ মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক ভাটি বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও ভাটি বাংলা মিডিয়া লিমিটেড কোম্পানির চেয়ারম্যান, এসএসডিএ,র নির্বাহী পরিচালক, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিলেট সভাপতি, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ)এস এম ওয়াহিদুল ইসলাম।

     

    সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম ওয়াহিদুল ইসলাম এক শুভেচ্ছা বার্তায় বলেন-আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। এ উৎসবের সঙ্গে মিশে আছে চরম ত্যাগের দৃষ্টান্ত। আল্লাহর নির্দেশে নিজ পুত্র হজরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা ইতিহাসে অতুলনীয়।

     

    পবিত্র ঈদুল আজহা তাই আত্মত্যাগে ডুবে যাওয়ার দিন। এর শিক্ষা হলো, মনের পশুকে জবেহ করে নিজেকে খোদায়ী রঙে সাজিয়ে তোলা। সব ধরনের অন্যায়, অবিচার, মিথ্যা ও অধর্মের বিরুদ্ধে সাহসের সঙ্গে গর্জে ওঠা।


    পবিত্র ঈদ-উল-আজহা শিক্ষা নিয়ে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। দলমত নির্বিশেষে কাঁধেকাধ মিলিয়ে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে দাড়ানোর আহ্বান জানাই।


    সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি। সবাইকে ঈদ মোবারক।

    এছাড়াও দেশবাসী সহ দৈনিক ভাটি বাংলা পত্রিকার পাঠক, সংবাদদাতা ও শুভানুধ্যায়ী সবাইকে পৃথক পৃথক ঈদ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন- ভাটি বাংলা মিডিয়া লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর শাহ জাহান সিরাজ, ডাইরেক্ট আব্দুল গফফার, রেদুওয়ান মাহমুদ চৌধুরী, মাহবুব চৌধুরী ও তুষার চৌধুরী।

    শুভেচ্ছান্তে:–

    এস এম ওয়াহিদুল ইসলাম।

    প্রধান সম্পাদক

    দৈনিক ভাটি বাংলা
    তারিখঃ ১৬ জুন, ২০২৪ খ্রিঃ

    আরও খবর

    Sponsered content