• খেলাধুলা

    টসে জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

    বিশ্বকাপ শুরু বাংলাদেশের

      ডেস্ক রিপোর্টঃ ৮ জুন ২০২৪ , ৭:১৪:৪৭ অনলাইন সংস্করণ


    বিশ্বকাপ শুরু হলো বাংলাদেশের। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ অভিযান। জয় দিয়ে শুরুটা রাঙাতে দৃঢ় প্রতিজ্ঞ শান্ত-সাকিবরা।

    শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্রের গ্রান্ট প্রেইরি স্টেডিয়ামে খেলবে দুই দল। যেখানে টসে জিতে লঙ্কানদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খেলা শুরু ভোর সাড়ে ছয়টায়।

    দুসরা জুন বিশ্বকাপের পর্দা উঠলেও আজই নিজেদের প্রথম ম্যাচে নেমেছে বাংলাদেশ। বিশ দলের এই আসর সর্বশেষ দল হিসেবে খেলতে নেমেছে টাইগাররা। যদিও এরপরের সময়টা বেশ ব্যস্তই কাটবে তাদের।

    বাংলাদেশের জন্য আজ প্রথম ম্যাচ হলেও, বিশ্বকাপে ইতোমধ্যে একটা ম্যাচ খেলে ফেলেছে শ্রীলঙ্কা। যেখানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বড় ব্যবধানে। ফলে আজ জয়ের ধারায় ফিরতে মরিয়া হয়ে উঠবে লঙ্কানরা।

    বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, তানজিদ তামিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ

    শ্রীলঙ্কা একাদশ : ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, কুসল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা ও নুয়ান থুশারা।

    আরও খবর

    Sponsered content