হোসাইন মাহমুদ শাহীন সুনামগঞ্জ থেকে: ১ মে ২০২৪ , ২:৪১:১১ অনলাইন সংস্করণ
শ্রমিক মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই শ্লোগানকে সামনে নিয়ে সুনামগঞ্জে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মে দিবস-২০২৪ইং পালিত হয়েছে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে বুধবার (১লা মে) সকাল ১০ টায় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন শ্রমিক সংগঠনের একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শহরের রায়পাড়াস্থ কার্যালয়ে জেলা ট্রেড ইউনিয়ন সংঘ,জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, জেলা হোটেল শ্রমিক বেকারী শ্রমিক ইউনিয়ন,হকার্স শ্রমিক সংঘ,জেলা ক্ষৌরকার সমিতি,সোমিল শ্রমিক সংঘের যৌথ উদ্যোগে সুখেন্দু তালূকদার মিন্টু এর সভাপতিত্বে ও আমির উদ্দিনের পরিচালনায় অপর এক শ্রমিক সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য লাখেন।
এদিকে একই দিন বুধবার দুপুরে শহরের সুরমা মার্কেটে পৌর শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে সংগঠনের সভাপতি সুবোধ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় করের পরিচালনায় অপর একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সহ-সভাপতি সুষেন তালুকদার,সহ সাধারণ সম্পাদক রঞ্জিত সরকার,কোষাধ্যক্ষ রিপন তালুকদার,সহ কোষাধ্যক্ষ সখিল সরকার,ক্রীড়া সম্পাদক রতিরঞ্জন রায়,সহ ক্রীড়া সম্পাদক অনিরুদ্ধ দাস,দপ্তর সম্পাদক সজল দাস,সহ দপ্তর সম্পাদক মনধীর তালুকদার,প্রচার সম্পাদক লিলু দাস,সহ প্রচার সম্পাদক দিলিপ তালুকদার,নির্বাহী সদস্য তোফাজ্জল হোসেন টকন,নিখিল সরকার,গোপাল সরকার,সেবক সরকার,রবীন্দ্র তালূকদার,জ্যোতিশ তালুকদার,দিলিপ চাকলাদার,রুপেন্দ্র দাস ও স্বপন দাসসহ সংগঠনের বিভিন্ন স্থরের শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।