বৈশাখী ধান কাটার উদ্দেশ্যে নরসিংদী শিবপুর উপজেলা যান। সারাদিন কাজ শেষে সিএমডি বাজারে ঘর ভাড়া করে রাত্রি যাপন করতেন।
(৩০-ই) এপ্রিল মঙ্গলবার কাজ শেষে দিবাগত রাত ২/২:৩০ সময় ঘুমন্ত অবস্থায় নজরুল ইসলাম নামে এক যুবক কে সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে জানা যায়।
নিহত হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন অন্তর্গত পুরান কালাশ গ্রামের সৈয়দ মিয়া’র ছেলে নজরুল ইসলাম (২৫) নামে। স্থানীয় সূত্রে জানা যায়,নিহতের সাথে থাকা লোকজন তাৎক্ষণিক মুহুর্তে এই এলাকার স্থানীয় চিকিৎসকের কাছে নিলে মৃত্যু বলে জানান।
নিহত যুবকের সাথে থাকা লোকজন সাপ দেখতে পেয়ে নিশ্চিত হয়ে বলেন নিহতের গলায় সাপের কামড়ের দাগ ও সাপের কামড়ে মারা গেছেন।
এবিষয়ে ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,হাজী এম ইউনুছ আলী বলেন আমি এলাকার বাহিরে আছি এবং নরসিংদী কাজ করতে গিয়ে সাপের কামড়ে আমার এলাকার নজরুল ইসলাম এক যুবক মারা গেছেন।