• সারাদেশ

    তারেককে ফিরিয়ে এনে আদালতের সাজা কার্যকর করব: প্রধানমন্ত্রী

      ডেস্ক রিপোর্টঃ ২৬ মে ২০২৪ , ৩:৫৫:৪৭ অনলাইন সংস্করণ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা। - ছবি : বাসস

     

    আদালতে সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার ফিরিয়ে আনবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি আরো জানান, তারেক রহমানকে ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সাথে আলোচনা হয়েছে।

    প্রধানমন্ত্রী বলেন, ‘তারেক রহমান যেখানেই থাকুক না কেন, আমরা তাকে ফিরিয়ে আনব এবং আদালতের সাজা কার্যকর করব।’

    রোববার (২৬ মে) সরকারি বাসভবন গণভবনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

    তিনি তারেক জিয়াকে দশ ট্রাক অস্ত্র মামলার আসামি, গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত এবং দুর্নীতির জন্য কুখ্যাত ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেন।

    তিনি আরো বলেন,‘সে যেখানেই থাকুক না কেন, আমরা তাকে ফিরিয়ে আনব। সাজাপ্রাপ্ত এই পলাতক আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আমরা ইতোমধ্যে ব্রিটিশ সরকারের সাথে আলোচনা করেছি। আমরা তাকে এনে সাজা কার্যকর করব।’

    শেখ হাসিনা জোর দিয়ে বলেন, বাংলাদেশের জনগণ জঙ্গি ও অগ্নিসংযোগকারীদের আর ক্ষমতায় দেখতে চায় না।

    ২০১৩, ২০১৪ ও ২০২৩ সালে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের কথা স্মরণ করে তিনি বলেন,‘তার শাস্তি কার্যকর করতে পারলে এদেশের জনগণ জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত হবে।’

    প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদেশে পলাতক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দণ্ডিত খুনিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

    তিনি বলেন,‘জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে তাদের দণ্ড কার্যকর করা অপরিহার্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’

    সূত্র : ইউএনবি

    আরও খবর

    Sponsered content