মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ৩ মে ২০২৪ , ২:১৯:১০ অনলাইন সংস্করণ
শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র ্যালির মাধ্যমে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (০১ মে) বিকাল ৪টায় গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজার মির্জাপুর সিএনজি স্টেশনের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়দা খাতুন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মেয়রের উপদেষ্টা অ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় প্রধান বক্তা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের সর্বোচ্চ সুবিধা দিয়েছেন।
শ্রমিকদের নূন্যতম বেতন-ভাতা চাওয়ার আগেই শেখ হাসিনা তাদের বেতনভাতা ঘোষণা দিয়ে বাস্তবায়ন করেছেন। তিনি সরকারের কাছে দাবি করে বলেন, শ্রমিকদের মুখে হাসি ফোটাতে বিদেশ থেকে যেসব খাদ্যপণ্য আমদানি করা হয় সেসব জিনিস পত্র শ্রমিকদের জন্য যেন ট্যাক্স ফ্রি করে দেয়া হয়।
শ্রমিকদের পরিবারকে সুস্থ রাখতে তাঁদের জন্য গাজীপুর সিটিতে আলাদা একটি হাসপাতাল নির্মাণ করা জরুরি। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুনের পক্ষ থেকে শ্রমিকদের বিপদে-আপদে সব সহায়তা দেওয়া হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিজিএমইএ এর সহ-সভাপতি নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা রজব আলী, রফিজ উদ্দিন, শেখ আক্কাস আলী, প্যানেল মেয়র মাসুদুল হাসান বিল্লাল, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা রিয়াজ মাহমুদ আয়নাল প্রমুখ। বক্তারা বলেন, এক দেশে দুই নিয়ম থাকতে পারে না।
সরকারি চাকরিজীবীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬মাস আর গার্মেন্টস শ্রমিকদের ছুটি ৪ মাস, এটা আমরা মানি না। বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার, শ্রমিকদের বিভিন্ন দাবি- দাওয়ার ব্যাপারে বর্তমান সরকার অবগত আছেন।
আশা করি অতি শীঘ্রই মালিকদের সাথে সমন্বয় করে বর্তমান সরকার আমাদের দাবি-দাওয়া পূরণ করবেন। বক্তারা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু যেমন ছিলেন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার, তেমনি তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ছিলেন নিবেদিত প্রাণ।
বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বে আমাদের স্বাধীনতা সংগ্রামে এদেশের শ্রমজীবী মানুষ গৌরবোজ্জ্বল বীরত্বপূর্ণ অবদান রেখেছে।