মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ১১ মে ২০২৪ , ২:৩৫:৫৬ অনলাইন সংস্করণ
“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর জেলা প্রশাসন এর আয়োজনে দুইদিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মে) ভাওয়াল রাজবাড়ী মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, মেলার মূল উদ্দেশ্য হচ্ছে তরুণদের বিজ্ঞানমনস্ক করে তোলা এবং তাদের উৎপাদন প্রতিভাকে বিকশিত করা।
পড়াশোনার পাশাপাশি তারা সায়েন্স প্রজেক্ট তৈরি করার মাধ্যমে বিজ্ঞানের প্রতি তাদের যে আগ্রহ তৈরি হয়, এর মাধ্যমে ভবিষ্যতে তারা বিজ্ঞানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ বারি ও মুকুল কুমার মল্লিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুনুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবিদা সুলতানা, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ) নাজমুস সাকিব খান, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এর আগে জেলা প্রশাসক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি মেলা উপলক্ষে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।