• সুনামগঞ্জ

    দিরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুল, সম্পাদক উমেদ আলী

      নিজস্ব প্রতিনিধিঃ ২৩ এপ্রিল ২০২৪ , ১:১৯:২০ অনলাইন সংস্করণ

    দিরাই সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। বদরুজ্জামান বদরুলকে সভাপতি ও এস এম উমেদ আলীকে সাধারণ সম্পাদক ও গোলাম জিলানীকে কোষাধ্যক্ষ করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়।

     

    সোমবার (২২ এপ্রিল) দিরাই বাজারের একটি হলরুমে সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভায় এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি করেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি ইফতেখার মো. নাবিল।

     

    সভায় সংগঠনের বিগত দিনের নানা কর্মসূচি ও আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সংগঠনের সকল সদস্য।

     

    নবগঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের অন্য সদস্যরা হলেন, মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মুজাহিদ সর্দার, রুহুল আমিন, জুবের সরদার দিগন্ত, সালমান মিয়া, মুক্তার হোসেন, মোস্তাফিজুর রহমান পাবেল, সুজন মিয়া ও ইফতেখার মোঃ নাবিল।

    উল্লেখ্য, ২০২১ সালের ১০ ডিসেম্বর ইফতেখার মো. নাবিল চৌধুরীকে সভাপতি ও এস এম উমেদ আলীকে সাধারণ সম্পাদক করে দিরাই সাংবাদিক ইউনিয়নের প্রথম কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রায় দুই বছর দায়িত্ব পালন করে।

    আরও খবর

    Sponsered content