• সারাদেশ

    তীব্র তাপদাহে পথচারীদের মাঝে গাজীপুর মহানগর যুবলীগের পানি ও স্যালাইন বিতরণ

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ২৮ এপ্রিল ২০২৪ , ৩:০৭:৫০ অনলাইন সংস্করণ

    তীব্র তাপদাহে গাজীপুরে জাগ্রত চৌরঙ্গীর মোড়ে তৃষ্ণার্ত গাড়ি চালক ও পথচারীদের মাঝে শনিবার (২৭ এপ্রিল) দুপুরে সুপেয় পানি, স্যালাইন ও তাপদাহে করনীয় বিষয়ক লিফলেট বিতরণ করেছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল।

     

    এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু, মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, বাসন থানা যুবলীগের সভাপতি পদ প্রার্থী আব্দুল হালিম মন্ডলসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় রাসেল সরকার বলেন, তীব্র তাপদাহে কি করণীয় সে সম্পর্কে অনেকে জানেন না।

     

    ফলে গাড়ি চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি করতেই গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে। গাজীপুর মহানগর যুবলীগ সব সময় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

     

    তিনি আরো বলেন, করোনা মহামারীর সময় গাজীপুর মহানগর যুবলীগ অসহায় রোগী ও মানুষের মাঝে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ, নিত্য প্রয়োজনীয় সামগ্রী তথা রান্না করা খাবার সরবরাহ, শ্রমিক সংকটকালে ধান কাটাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করেছে।

    0Shares

    আরও খবর

    Sponsered content