• সারাদেশ

    গাজীপুর সাংবাদিক ইউনিটির আহবায়ক ফিরোজ, সদস্য সচিব হাইউল

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ২৯ এপ্রিল ২০২৪ , ১১:৪০:০৫ অনলাইন সংস্করণ

    গাজীপুর সাংবাদিক ইউনিটির আহ্বায়ক কমিটি গঠন করার লক্ষে সোমবার (২৯ এপ্রিল) সকালে নগরীর হাবিবুল্লাহ সরণি ইকবাল কুটিরে গাজীপুরে বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

     

    সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক এম এ ফিরোজ লাভলুকে আহ্বায়ক ও সাংবাদিক হাইউল উদ্দিন খানকে সদস্য সচিব করে গাজীপুর সাংবাদিক ইউনিটির ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

     

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাংবাদিক আব্দুর রশিদ, সাংবাদিক মো: রাকিব হোসেন, সাংবাদিক সুব্রত চন্দ্র দাস, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান।

     

    এই আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি সাধারণ সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

    আরও খবর

    Sponsered content