মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ৩ এপ্রিল ২০২৪ , ৩:০৫:২৬ অনলাইন সংস্করণ
আসন্ন পবিত্র ঈদুল-ফিতর যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন এবং বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার (০২ এপ্রিল) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুল করিমসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, মসজিদের ইমাম, সুধীজন, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদুল-ফিতর যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জেলা প্রশাসক জেলার আইনশৃঙ্খলা, যানযট নিরসন, রাজবাড়ী মাঠে ঈদের প্রধান জামাত আয়োজনসহ সার্বিক বিষয়ে কথা বলেন এবং সংশ্লিষ্ট সকলকে এসময় নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আহবান জানান।
ঈদুল-ফিতরের পর পরই বাঙ্গালি সংস্কৃতির বড় উৎসব বাংলা নববর্ষ উদযাপিত হবে। সারা দেশের সাথে গাজীপুরে যাতে নববর্ষের এই উৎসব সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সেজন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হবে বলে জানান তিনি।