• সুনামগঞ্জ

    শাল্লায় ইউপি সদস্য-কে প্রান নাশের হুমকি

      স্টাফ রিপোর্টার: ১৮ মার্চ ২০২৪ , ৪:২৪:৫৮ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শফিকুল ইসলামকে প্রান নাশের হুমকি দিয়েছে একদল গ্রাম্য সন্ত্রাসী।

     

    খুঁজ নিয়ে জানা যায় নয় মার্চ ইউনিয়নের মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে অবস্থান করছিলেন ইউপি সদস্য শফিকুল, এসময় পুর্ব শত্রুতার জেরে হঠাৎ সন্ধা মুহূর্তে অতর্কিত হামলা চালিয়ে ঘর দরজা মোটর সাইকেল ভাংচুর করে একই গ্রামের বিপক্ষ মতিউর, আ: রহমান, মাশুক মিয়া, আ: কাদির এর শতাধিক লোকজন।

     

    দফাদফায় দুই দিনে কয়েকবার হামলা চালিয়ে বেশ ক্ষয়ক্ষতি সহ শফিকুল মেম্বারের পনেরোজন লোককে গুরুতর আহত করে তারা। আহত অনেকই স্হানীয় ও সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্হায় রয়েছেন।

     

    এবিষয়ে থানায় মামলা মোকদ্দমা হলে শফিকুল ইসলামের প্রতি আরো ক্ষেপে ওঠে বিপক্ষের উগ্র গ্রাম্য সন্ত্রাসীরা।

     

    এক পর্যায়ে আ: কাদির কল করে মেম্বারকে হত্যার হুমকি দিয়ে বলেন তরে জব করমু তুই আমার ভাগ্নারে ধরাইচসনা? তরেতো আজকা কোটেই ধরলাম ওইলে। আ: রুপ সহ আরো দু একজন শফিকুল মেম্বার কে ফোনে এরকম হত্যার হুমকিও দিয়েছেন (হুমকির কল রেকর্ড সংরক্ষিত আছে) নিজের প্রান বাঁচাতে শফিকুল ইসলাম বউ বাচ্চা সহ ভাইবিরাদরকে নিয়ে চারপাঁচ দিন ধরে বাড়ি ছাড়া হয়ে আছেন।

     

    শফিকুল ইসলাম জানান আমি এখন বাড়িতে উঠলেই ওরা আমাকে মেরে ফেলবে আমি প্রশাসন সহ দেশবাসীর কাছে আমার জানমালের নিরাপত্তা চাইছি। শাল্লা থানা ওসি মিজানুর রহমান জানান হামলার ঘটনায় মামলা হয়েছে তবে হুমকি ধমকির ব্যাপারে আমি অবগত নই। এস আই লুৎফর রহমান হুমকির বিষয়ে বলেন আমি স্যারের সাথে আলাপ করেছি মেম্বার থানায় এসে জিডি করলে আমরা ব্যাবস্হা নেবো। হুমকি দাতা আ:কাদিরের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

    আরও খবর

    Sponsered content