• আন্তর্জাতিক

    ভারত মহাসাগরেও মার্কিন ও ইসরায়েলি জাহাজে হামলা হুথিদের

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে

      আন্তর্জাতিক ডেস্কঃ ১৬ মার্চ ২০২৪ , ৯:২৯:১২ অনলাইন সংস্করণ

    লোহিত সাগর, আরব সাগর ও এডেন উপসাগর ছাড়িয়ে এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ভারত মহাসাগরে ইসরায়েলি ও মার্কিন জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।

     

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এতদিন লোহিত সাগর, আরব সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে হামলা সীমিত রেখেছিল ইয়েমেন। এবার তা আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়ল।

    ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার রাজধানী সানায় গাজার সমর্থনে লাখ লাখ মানুষের সাপ্তাহিক বিক্ষোভ সমাবেশে দেওয়া ঘোষণায় এ খবর জানান।

     

    তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ভারত মহাসাগরে উপযুক্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তিনটি ইসরায়েলি ও মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। তিনটি হামলাই সফল হয়েছে বলে জেনারেল সারি উল্লেখ করেন। তবে এ সম্পর্কে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

    এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছিলেন, তার দেশের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। এর পাশাপাশি ইয়েমেনি যোদ্ধারা ভারত মহাসাগর থেকে দক্ষিণ আফ্রিকার ‘কেপ অব গুড’ পর্যন্ত ইসরায়েল-বিরোধী অভিযান বিস্তৃত করবে।

    সূত্র: প্রেসটিভিআরব নিউজ

    আরও খবর

    Sponsered content