• সারাদেশ

    ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দের সাথে জিএমপি’র মতবিনিময়

    মাহে রমজান উপলক্ষে

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ১১ মার্চ ২০২৪ , ১:৫৫:০০ অনলাইন সংস্করণ

    আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুর মহানগরের ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দের সাথে জিএমপি কমিশনার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

     

    রবিবার (১০ মার্চ) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে এ সভাটি পরিচালনা করেন গাজীপুর মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন আহমার উজ্জামান।

     

    এ সময় তিনি বলেন, পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলাসহ যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সার্বক্ষণিক নজরদারি থাকবে।

     

    পবিত্র মাসে সাধারণ ক্রেতার জন্য দ্রব্যমূল্যের দাম যেন অস্থিতিশীল না হয় সে বিষয়ে সকল পর্যায়ের ব্যবসায়ীকে সহানুভূতিশীল থাকার আহবান জানান।

     

    মতবিনিময় সভায় গাজীপুর মহানগর ব্যবসায়ী নেতৃবৃন্দ, নাগরীকদের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রমজানকে ঘিরে দ্রব্যমূলের উর্ধ্বগতি ও ব্যবসায়ীগণের সমসাময়িক সুবিধা-অসুবিধাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

    এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভোক্তা অধিকারের কর্মকর্তাবৃন্দ, সিটি কর্পোরেশনের প্রতিনিধিগন, মহানগর ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content