মো: মোহন আহমেদ: ৫ মার্চ ২০২৪ , ২:০৭:৫৭ অনলাইন সংস্করণ
গতকাল 8 মার্চ ২০২৪ ইং সোমবার বাদ আছর হতে মধ্যরাত পর্যন্ত সিলেট এম, সি, কলেজ মাঠে তাওবা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহতী মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা মাসুক উদ্দিন বড়বাড়ী হুজুর- মুহতামিম দরগাহ মাদ্রাসা, ও মাওলানা নাজির আহমদ ঝিংগাবাড়ী, শায়খুল হাদিস রেঙ্গা মাদ্রাসা।
আমন্ত্রিত উলামায়েকোমদের মাঝে ছিলেন, – হযরত মাওলানা রশিদুর রহমান ফারুক, শায়েখে বরুনা।
মাওলানা মোহাম্মদ বিন ইদ্রিস, হযরত মুহতামিম দারুল উলুম কানাইঘাট। হযরত মাওলানা আব্দুস সুবহান
মুহতামিম জাউয়া মাদ্রাসা। হযরত মাওলানা জিয়া উদ্দিন
মুহতামিম আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা হযরত মাওলানা নুরুল ইসলাম খান মুহতামিম ও শায়খুল হাদিস দরগাপুর মাদ্রাসা,। হযরত মাওলানা মুফতি ওয়ালিউর রহমান মুহতামিম ও শায়খুল হাদিস দারুস সালাম মাদ্রাসা,।
হযরত মাওলানা শফিকুল হক মুহতামিম ও শায়খুল হাদিস সুরাইঘার্ট মাদ্রাসা,। হযরত মাওলানা আহমদ আলীশায়খুল হাদিস কাজির বাজার মাদ্রাসা।হযরত মাওলানা মজদুদ্দিন
মুহতামিম ভার্থখলা মাদ্রাসা,।হযরত মাওলান আব্দুল ক্বাদির শায়খুল হাদীস হরিপুর মাদ্রাসা,।
মাহফিল পরিচালনা করেন বালুচর, আরামবাগ, খরাদিপাড়া সেনপাড়ার মুরব্বিয়ান ও যুবকেরা।
তাওবা ও দোয়া মাহফিলে স্থানীয় উলামায়ে কেরামগনসহ শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এতে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন ও সকল শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসলমান এতে অংশ নেন।
মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।