মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ১২ মার্চ ২০২৪ , ১০:৫৫:৫৮ অনলাইন সংস্করণ
গাজীপুর সিটি করপোরেশনের ‘সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির’ (সিএলসিসি) প্রথম সভা রবিবার (১০ মার্চ) নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সিটির মেয়র জায়েদা খাতুনের সভাপতিত্বে সভায় জাপান থেকে অনলাইনে যুক্ত হয়ে সভার উদ্দেশ্য ও সিএলসিসি’র পটভূমি সম্পর্কে বক্তব্য রাখেন জাইকা-সিফরসি ২ প্রকল্পের প্রধান উপদেষ্টা মিজ. নাওকোআনজাই।
আরও বক্তব্য রাখেন মেয়রের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, বস্তি উন্নয়ন কর্মকর্তা আবদুল হামিদ সরকার, প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, সিফরসি ২ প্রকল্পের স্পেশালিস্ট মনিমালা রায় প্রমুখ।
বক্তব্যে মেয়রের উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় সরকার বিভাগ প্রণীত সিটি করপোরেশন নাগরিক সম্পৃক্তকরণ নির্দেশিকা অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশন পরিচালনা ব্যবস্থা (গর্ভন্যান্স) উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়ন ও ব্যবস্থাপনার লক্ষ্যে সিএলসিসি কমিটি গঠিত হয়েছে।
সবার মতামতের ভিত্তিতে গাজীপুর নগরীকে আমরা একটি পরিকল্পিত নগর রূপে গড়ে তুলতে চাই। জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-সাংবাদিক, ব্যবসায়ী, ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।