• সংগঠন সংবাদ

    গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যান সমিতির নতুন কমিটি গঠন

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ১৮ মার্চ ২০২৪ , ৩:২৩:২৮ অনলাইন সংস্করণ

    গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যান সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার কসকালে সমিতির কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

     

    এসময় পূর্বের কমিটির বিলুপ্ত ঘোষণা করেন তিনি। পরে সমিতির অধিকাংশ সদস্য ও উপদেষ্টাদের প্রস্তাবে গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যান সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করাহয়।

     

    নতুন সভাপতি হিসেবে আবার দায়িত্ব দেওয়া হয় আলহাজ্ব মুজিবুর রহমানকে ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় হাসিম উদ্দিন আহাম্মদ মিলনকে। নবনির্বাচিত গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যান সমিতির সভাপতি মুজিবুর রহমান ও সাধারন সম্পাদক হাসিম উদ্দিন মিলন বলেন, আমরা আগেও গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যান সমিতির দায়িত্ব পালন করেছি।

     

    আমরা দুজন সব সময় চেষ্টা করেছি এখানকার দলিল লেখক ও ভেন্ডারদের পাশে থাকার। বিগত দিনে এই ভেন্ডার কল্যান সমিতির সদস্যদের পাশে থেকে আমরা যে ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, আমরা সামনের দিনগুলোতেও সকল বিপদ আপদে তাদের পাশে থাকবো ইনশাল্লাহ।

    আরও খবর

    Sponsered content