• সারাদেশ

    গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক রাসেল সরকারের ইফতার সামগ্রী বিতরণ

    মাহে রমজান উপলক্ষে বিভিন্ন মাদ্রাসায়

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ১২ মার্চ ২০২৪ , ১০:৪৯:৫২ অনলাইন সংস্করণ

    পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল।

     

    মঙ্গলবার (১২ মার্চ) সকালে চন্দনা চৌরাস্তা ভোগড়া এলাকায় তার নিজ বাড়ীতে আনুষ্ঠানিকভাবে অর্ধশতাধিক মাদ্রাসার শিক্ষকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে মাদ্রাসা প্রতি বুট ৫০কেজি, সয়াবিন তেল ৫ লিটার, ১০ কেজি মুড়ির বস্তা।

     

    এ সময় কামরুল আহসান সরকার রাসেল বলেন, আমি সব সময় মানবিক কাজ করার চেষ্টা করছি, প্রতি বছরের ন্যায় এবারও আমার ব্যক্তিগত তহবিল থেকে পবিত্র রমজান উপলক্ষে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে ইফতার সামগ্রী বিতরণ করছি। মাদ্রাসার শিক্ষার ক্ষেত্রে বড় অবদান হলো সৎ ও আদর্শ ব্যক্তি গঠন।

    আরও খবর

    Sponsered content