• সারাদেশ

    গাজীপুরে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় চুমকিকে গণসংবর্ধনা

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ২ মার্চ ২০২৪ , ৮:৫২:৫৭ অনলাইন সংস্করণ

    গাজীপুরের কালীগঞ্জে (২ মার্চ) শনিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

     

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মতিন সরকারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিকের সঞ্চালনায় এক গণ-সংবর্ধনার আয়োজনে করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা আসনে নির্বাচিত সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।

    এসময় তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।

    এসময় পৌর আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

    আরও খবর

    Sponsered content