মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ২৪ মার্চ ২০২৪ , ২:০৮:৫৪ অনলাইন সংস্করণ
বাংলাদেশ স্কাউট গাজীপুর জেলার ভবনের জমি সরেজমিনে পরিদর্শন ও ভবনের ডিজাইন চূড়ান্তকরণ শীর্ষক মতবিনিময় সভা শনিবার (২৩ মার্চ) সকাল ১১ টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভাইজর, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি, বাংলাদেশ ও জাতীয় কমিশনার (প্রকল্প), বাংলাদেশ স্কাউটস এবং সাবেক সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মোঃ মোহসীন।
উক্ত সভা অনুষ্ঠিত হবার আগে প্রধান অতিথি ও জেলা প্রশাসক গাজীপুর জেলার স্কাউট নেতৃবৃন্দের সঙ্গে জেলা স্কাউট ভবনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।