• সারাদেশ

    গাজীপুরে জমকালো আয়োজনে সমাপ্তি হলো ইয়ুথ প্রিমিয়ার লীগের ১১মত আসর

      মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধি: ৫ মার্চ ২০২৪ , ১:৫৯:৫২ অনলাইন সংস্করণ

    গাজীপুরে ক্রিকেট প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় (YPL) ইয়ুথ প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

     

    মহানগরীর বোর্ডবাজার এলাকার বটতলা মাঠে রোববার (৩ মার্চ) জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টের ১১তম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে ডিজাইন একাদশের মুখোমুখি হয় ইয়াংস্টার মৌচাক।

     

    ফাইনাল ক্রিকেট খেলায় ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি।

     

    এর আগে ম্যাচটি উদ্বোধন করেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম। হাজারো দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। খেলায় ইয়াংস্টার মৌচাককে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ডিজাইন একাদশ। দলের হয়ে একমাত্র সেঞ্চুরি করেন ডিজাইন একাদশের রকি।

     

    প্রধান অতিথির বক্তব্যে জাহিদ আহসান রাসেল এমপি বলেন, খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল করে। খেলাধুলার মাধ্যমে সুস্থ থাকা যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আজকে আমাদের যুব সমাজের অনেকেই নেশার দিকে ধাবিত হচ্ছে। এই খেলাধুলার মাধ্যমেই নেশা থেকে যুব সমাজকে ফিরে আনা সম্ভব। তিনি এ ধরনের খেলাধুলার আয়োজনের উপর গুরুত্ব প্রদান করেন এবং জনপ্রিয় এই ক্রিকেট খেলার আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জিএমপি উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. ইব্রাহিম খান, গাছা ও পুবাইল জোন জিএমপি সহকারী পুলিশ কমিশনার মাকসুদুর রহমান, গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন মহি, সাধারণ সম্পাদক হাজী আদম আলী, স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ রফিকুল ইসলাম, হাজী মনিরুজ্জামান মনির, মো. ইকবাল হোসেন মোল্লা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনাহেনা, যুবলীগ নেতা আমিন উদ্দিন সরকার প্রমুখ।

    অনুষ্ঠান শেষে বিজয়ী দল ডিজাইন একাদশের হাতে ট্রফি তুলে দেন জাহিদ আহসান রাসেল এমপি। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের খ্যাতনামা সংগীত শিল্পীগণ অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

    আরও খবর

    Sponsered content