আন্তর্জাতিক ডেস্কঃ ১৮ মার্চ ২০২৪ , ৫:০২:৩৬ অনলাইন সংস্করণ
গাজা ও মিসরের সীমান্তবর্তী অঞ্চলের একটি বৈদ্যুতিক খুঁটির ওপর দাঁড়িয়ে খাবার চেয়ে চিৎকার করেছে এক ফিলিস্তিনি শিশু।
কেউ একজন ঘটনাটি ভিডিও করেন। সেটিতে শিশুটিকে বলতে শোনা যায়, ‘আমি এখন মরতে চাই না, আমরা খেতে চাই, আমরা বাঁচতে চাই।
কেন খাওয়ার জন্য খাবার নেই আমার ভাই? আমরা খেতে চাই। জাতিসংঘের গাজাভিত্তিক সংস্থা গত কয়েকদিন ধরে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে গাজার বেশিরভাগ শিশু অপুষ্টিতে ভুগছে এবং সেখানে দুর্ভিক্ষ খুবই সন্নিকটে রয়েছে।
সূত্র : আল-জাজিরা।