বৈরুতে কুদস প্রধান ইসমাইল কানি হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন।
সূত্র জানায়, এই কথোপকথনে লেবাননের উত্তরে ইসরায়েলি পূর্ণ আগ্রাসনের সম্ভাবনার নিয়ে আলোচনা হয়।
ইসরায়েলের সঙ্গে এ ধরনের লড়াই বাধলে ইরানকে ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত যতটা জোরালো প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে, তার চেয়ে বেশি জোরালো প্রতিক্রিয়া দেখাতে হতে পারে।
খবর অনুসারে, বৈঠকে নাসরুল্লাহ ইসমাইল কানিকে আশ্বস্ত করে বলেন, তিনি চান না ইরান ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ুক। হিজবুল্লাহ নিজেই যুদ্ধ করবে।
আলোচনার বিষয়ে অবহিত একটি ইরানি সূত্র জানিয়েছে, নাসরুল্লাহ কানিকে বলেন, এটা আমাদের লড়াই, আমরা লড়ব।
ইসরায়েল বারবার হুঁশিয়ারি দিয়েছে, তারা উত্তর সীমান্তে হিজবুল্লাহকে আর সহ্য করবে না এবং আরও বলেছে- কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তারা আক্রমণ শুরু করবে।