• আন্তর্জাতিক

    ইসরাইল দাবি মানলে যুদ্ধবিরতি সম্ভব : হামাস

      আন্তর্জাতিক ডেস্কঃ ৩ মার্চ ২০২৪ , ৫:৫৭:৪৭ অনলাইন সংস্করণ

    ইসরাইল যদি হামাসের দাবি মেনে নেয়, তাহলে ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি সম্ভব বলে জানিয়েছে হামাসের এক সিনিয়র কর্মকর্তা। রোববার (৩ মার্চ) নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন।

    দি নিউজ জানিয়েছে, হামাসের এক সিনিয়র কর্মকর্তা রোববার এএফপিকে বলেছেন, চলমান আলোচনায় ইসরাইল যদি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের দাবি মেনে নেয়, তবে আগামী ‘২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে’ গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করা যেতে পারে।

    হামাসের অন্যতম দাবি হলো, গাজা যুদ্ধের স্থায়ী পরিসমাপ্তির ঘোষণা দেয়া, গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করে নেয়া, সকল বন্দীদের মুক্তি দেয়া, মানবিক সহায়তা বৃদ্ধি করা এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন নিশ্চিত করা।

    হামাসের দাবি সম্পর্কে ওই নেতা বলেন, হামাসের দাবির মধ্যে রয়েছে উত্তর গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন এবং মানবিক সহায়তা বৃদ্ধি ইত্যাদি।

    কায়রোতে যেহেতু পুনরায় আলোচনা শুরু হতে চলেছে, তাই সংবেদনশীল এই ইস্যুতে তার নাম প্রকাশ না করার জন্য বলা হয়েছে।

    সূত্র : দি নিউজ

    আরও খবর

    Sponsered content