আন্তর্জাতিক ডেস্কঃ ৬ মার্চ ২০২৪ , ৭:১৪:৩২ অনলাইন সংস্করণ
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি স্থাপনের ঘোষণা ‘আমাদের ভূমি নিয়ন্ত্রণ, আমাদের জনগণকে সীমাবদ্ধ করা এবং তাদের বিচ্ছিন্ন করার লক্ষ্যে ইহুদিবাদী পরিকল্পনার একটি নিশ্চিতকরণ।’
বুধবার এক বিবৃতিতে হামাস এ কথা জানায়।
হামাস বলছে, ‘আমরা নিশ্চিত করছি যে এই মিথ্যা ঘোষণার কোনো আইনগত বা আইনগত-ভিত্তি নেই এবং এটি অবাধ্যতা এবং বেপরোয়া বার্তা ছাড়া কিছুই নয়।’
তারা আরো বলছে, ‘আমরা এই অপরাধী সত্তা এবং এর নাৎসি নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার জন্য জাতিসঙ্ঘ এবং সংশ্লিষ্ট দলগুলোর প্রতি আহ্বান জানাই। আমরা তাদের লঙ্ঘনের বিষয়ে নীরব থাকার বিরুদ্ধে সতর্ক করি যা এই অঞ্চলে উত্তেজনা এবং উত্তেজনা বাড়ায়।’
সূত্র : আল জাজিরা