• আন্তর্জাতিক

    ইসরাইলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার প্রতিশ্রুতি দিলো হামাস ও ফাতাহ

      আন্তর্জাতিক ডেস্কঃ ২ মার্চ ২০২৪ , ৯:১১:০৮ অনলাইন সংস্করণ

    ইসরাইলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়েছে হামাস ও ফাতাহ। রাশিয়ায় দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে এক বৈঠকের পর শুক্রবার এ প্রতিশ্রুতি দেয় তারা।

     

    বৈঠক শেষে ফাতাহ ও হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) ব্যানারে আসতে পারে। ওই লক্ষ্যে একটি সংলাপ অনুষ্ঠিত হবে।

    বিবৃতিতে আরো বলা হয়, গত বৃহস্পতিবার বৈঠকে গঠনমূলক আলোচনা হয়। সেখানে উভয় পক্ষের প্রতিনিধিরা গাজা থেকে ইসরাইলি সেনাদের বের করে দেয়া ও একটি ফিলিস্তিন রাষ্ট্রগঠনের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয়ে একমত হয়েছেন।

    গাজায় ইসরাইলের চলমান যুদ্ধ ও যুদ্ধপরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গত বৃহস্পতিবার মস্কোয় অনুষ্ঠিত হয় এ বৈঠক। এতে ইসলামিক জিহাদসহ অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নেন।

    গত সোমবার ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র পেশ করেন। এ ঘটনার পর মস্কোয় ফাতাহ ও হামাস প্রতিনিধিদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হলো।

    সূত্র : টাইমস অফ ইসরাইল

    আরও খবর

    Sponsered content