আল-হেলাল,সুনামগঞ্জ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:১২:৪১ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জে ২৫২ জন চক্ষুরোগীকে ফ্রি চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশনের মাধ্যমে চিকিৎসাসেবা দিয়েছে এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।
শনিবার (১৭ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উক্ত ফ্রি চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের চক্ষু রোগীদেরকে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত¡াবধানে চিকিৎসা প্রদান ছাড়াও বিনামূল্যে ঔষধপত্র,ব্যবস্থাপত্র ও চশমা প্রদান করা হয়। ২ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ পদক্ষেপ এর স্বাস্থ্যকর্মীরা উক্ত ফ্রি চক্ষু ক্যাম্প পরিচালনা করেন।
এর মধ্যে ৩৫ জনকে ছানি অপারেশনের জন্য ভার্ড চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেত্রী নিগার সুলতানা কেয়া সংস্থাটির নবম চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। পদক্ষেপ এর শাখা সমন্বয়কারী মোঃ বাদল হোসেনের সভাপতিত্বে ও স্বাস্থ্য কর্মকর্তা দিপংকর মালাকারের পরিচালনায় এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পদক্ষেপ এর সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানাজার বিশ^জিৎ দাস,ভার্ড হাসপাতালের ম্যানাজার মো.নূর হোসেন,সুরমা ইউপির প্যানেল চেয়ারম্যান মাজেদা বেগম,মেম্বার মঙ্গল মিয়া,বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম,পদক্ষেপ এর কৃষি কর্মকর্তা জাকির আহমেদ পাভেল,সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পবিত্র দাস ও স্বাস্থ্য কর্মকর্তা সনেট রায়-সহ বিভিন্ন উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।