• সিলেট

    সিলেট নগরীতে অবৈধ গাড়ির স্ট্যান্ড রাখা যাবে না

    সিলেটের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন

      ডেস্ক রিপোর্ট ৫ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:০৯:৫৯ অনলাইন সংস্করণ

    সিলেটের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন –  সিলেট নগরীতে আর অবৈধ গাড়ির স্ট্যান্ড রাখাই যাবে না। সিলেটকে সুন্দর, স্মার্ট ও একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হবে। সবার আগে পরিষ্কার রাখতে হবে নগরীকে। রাখতে হবে যানজট ও হকারমুক্ত।

     

    রোববার সকালে সিসিকের সভাকক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খানের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

     

    সভায় নগরীর যানজট নিরসন, হকার উচ্ছেদ, সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, সিসি ক্যামেরা ও পুলিশ বক্স স্থাপনসহ জনগুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

     

    এ সময় মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন, নগরীকে সুন্দর রাখা শুধু সিটি করপোরেশন কিংবা পুলিশ প্রশাসনের দায়িত্ব নয়। এজন্য নাগরিকদেরও সচেতনতা বাড়াতে হবে। নিজের শহরকে নিজেরাই পরিষ্কার রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শহরকে সুন্দর রাখা সম্ভব।

     

    মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির আহমদ, অতিরিক্ত কমিশনার জুবায়েদ আহমদ, মো. মাসুদ রানা, কাউন্সিলর একে লায়েক, তোফায়েল আহমদ শেপুল, মাজহারুল ইসলাম শাকিল, হিরন মাহমুদ নিপু, জয়নাল আবেদীন, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, ডিসি উত্তর আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ কমিশনার ডিসি দক্ষিণ মো. সুহেল রেজা, ডিসি ট্রাফিক মো. মাহফুজুর রহমান, সহকারী ট্রাফিক গোলাম মোস্তফা, স্টাফ অফিসার মো. জায়েদ হাসান, টিআই এডমিন এসএমপি ইফতেখার হোসেন মাসুদ, কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী, প্রধান বর্জ্য কর্মকর্তা কর্নেল অব. একলিন আবেদীন, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ জয়দেব বিশ্বাস ও জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।

    আরও খবর

    Sponsered content