সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নে এক দিনে ৩টি ওরস মাহফিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ২০২৪ইং দিবাগত রাত ৮ ঘটিকা থেকে শুক্রবার সকাল পর্যন্ত এসব ওরস মাহফিল সম্পন্ন হয়। এক রাতে পৃথক ৩টি মাহফিলে সুনামগঞ্জের পঞ্চরত্ন বাউলের মধ্যমণি গানের সম্রাট বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) রচিত গান কামালগীতি পরিবেশন করেছেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর জেলা প্রতিনিধি লোকগীতি গবেষক সাংবাদিক বাউল আল-হেলাল।
ভীমখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সেলিয়া মাহমুদপুর গ্রামস্থিত লতিফপুরে হযরত মাওলানা শাহ শামসুল আলম শাহ এর ওফাত দিবস উপলক্ষ্যে তদীয় পুত্র আব্দুল আজিজ বৈঠা শাহ এর মাজার প্রাঙ্গণে পৃথক ৩টি কাফেলায় অনুষ্ঠিত ৫২ তম ওরস মাহফিলের উদ্বোধন করেন ভীমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান তালুকদার।
- বৈঠা শাহের ৪র্থ পুত্র শাহ আব্দুল বাছিত বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরস মাহফিলে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের মেম্বার জুয়েল মিয়া,২নং ওয়ার্ডের মেম্বার ইউসুফ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। পৃথক পৃথক কাফেলায় অনুষ্ঠিত ওরস মাহফিলে সংগীত পরিবেশন করেন বাউল আমজাদ পাশা,বাউল হানিফ উদ্দিন,বাউল সফাজ্জুল হোসেন, বাউল আল-হেলাল,বাউল আনছার আলী,বাউল রইছ মিয়া,বাদল জালালী,কামাল হোসেনসহ স্থানীয় শিল্পীবৃন্দ। আয়োজক শাহ আব্দুল বাছিত বাচ্চু বলেন,আমার পিতা মরমী সাধক আব্দুল আজিজ বৈঠা শাহ ২০২৯ সালের ২৫ জুন মৃত্যুবরন করেন। এর পর থেকে পরিবারের উদ্যোগে আমার বড়বাপ মৌলভী হযরত শাহ ওমর আলী স্মরণে ভাদ্র মাসের ১ম বৃহস্পতিবারে,দাদা মাওলানা শাহ শামসুল আলম শাহ স্মরণে ফাল্গুন মাসের ১ম বৃহস্পতিবারে এবং ১১ই আষাঢ় আমার বাবা মরমী সাধক আব্দুল আজিজ বৈঠা শাহ স্মরণে বছরে ৩টি পৃথক দিনে আমরা ৩টি ওরস মাহফিলের আয়োজন করে থাকি। আমাদের ওরস অনুষ্ঠানে কোন মহিলাদের গান গাওয়ার সুযোগ নেই। ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চানবাড়ী গ্রামে মরমী সাধক আব্দুল্লাহ শাহ স্মরণে মরহুমের মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত ৪০ তম বার্ষিক ওরস মাহফিলের উদ্বোধন করেন ভীমখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আক্তারুজ্জামান শাহ। পীরপুত্র এমদাদুল হক শাহ এর সভাপতিত্বে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় ভীমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান তালুকদার,মেম্বার নেছার আলম,পীরবালক শমসের আলী,ইছাক আলী ও কামাল উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে রাতব্যাপী মাহফিলে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী সেলিম সরকার,বাউল মহিবুর রহমান,বাউল আখি সরকার,বাউল হাফিজুর রহমানসহ স্থানীয় শিল্পীবৃন্দ। উল্লেখ্য মরমী সাধক আব্দুল্লাহ শাহ ২০১২ সালে মৃত্যুবরন করেন। একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঘাগটিয়া গ্রামে হযরত খাজা মাইন উদ্দিন চিশতি (রহ:) স্মরণে ওরস মাহফিলের উদ্বোধন করেন বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক বাউল আল হেলাল। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোঃ উস্তার আলীর সভাপতিত্বে ওরস মাহফিল উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান তালুকদার,ইউপি আওয়ামী লীগ সভাপতি আক্তারুজ্জামান শাহ,৩নং ওয়ার্ডের মেম্বার বাবুল মিয়া,২নং ওয়ার্ডের মেম্বার ইছব আলী,সাবেক মেম্বার আব্দুল্লাহ মিয়া,দেলোয়ার হোসেন দিলু,আসাদুল আলম সিদ্দিকী,শের মিয়া ও আলম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে রাতব্যাপী ওরস মাহফিলে সংগীত পরিবেশন করেন বাউল রোকশানা ভান্ডারী,বাউল ইয়াসমিনা ও বাউল আল হেলালসহ স্থানীয় শিল্পীবৃন্দ। অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান তালুকদার বলেন,মাদকমুক্ত সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষকে সংস্কৃতিবান করে গড়ে তুলতে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটিয়ে সমাজ থেকে অপসংস্কৃতিকে দূর করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।