আন্তর্জাতিক ডেস্কঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৪ , ৬:৫৭:১২ অনলাইন সংস্করণ
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখদারিত্ব আন্তর্জাতিক বিচারের অবমাননা বলে মন্তব্য করেছেন আরব লীগের প্রতিনিধি আব্দুল হাকিম আল রিফায়ী।
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) দেয়া ভাষণে তিনি বলেন, ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্ব ঔপনিবেশবাদের সর্বশেষ চিহ্ন। ২১ দশকে এসেও যা এখনো দিব্যি বহাল রয়েছে।
রিফায়ী বলেন, দীর্ঘ সময় ধরে ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে রেখেছে। তাদের এ দখলদারিত্ব আন্তর্জাতিক আদালতেরই অবমাননা। আইসিজে এই দখলদারিত্বের অবসান ঘটাতে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতা পরিস্থিতিকে ফিলিস্তিনে ভয়াবহ রকমের গণহত্যার দিকে নিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, ইসরাইলের পক্ষে ভূমি দখল, হত্যা, সন্ত্রাস কিংবা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার কোনো নৈতিক বা বিচারিক যুক্তি থাকতে পারে না। তাদের এই দখলদারিত্বের অবসান ঘটলেই এই অঞ্চলের শান্তি নিরাপদ হবে।
সূত্র : আল জাজিরা