আন্তর্জাতিক ডেস্কঃ ৩০ জানুয়ারি ২০২৪ , ১:০৩:০৫ অনলাইন সংস্করণ
অ্যামনেস্টি বলেছে, নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ড ও বেলজিয়াম তহবিল স্থগিত না করার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি ইউএনআরডব্লিউএর মানবিক সহায়তা বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অ্যামনেস্টির সেক্রেটারি-জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, এটি ‘অসম্মানজনক’ যে- যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া ও ফ্রান্স ইউএনআরডব্লিউএ-কে সহায়তা বন্ধ করেছে।
অ্যামনেস্টি বলেছে, ‘ইসরাইল রাষ্ট্র এবং ডানপন্থী গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে ইউএনআরডব্লিউএ-এর বিরুদ্ধে একটি কালিমা লেপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ এ সংগঠনটি ফিলিস্তিনিদের তাদের ভূমিতে ফিরে যাওয়ার অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
এদিকে জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) জন্য তহবিল স্থগিত করেছে নিউজিল্যান্ড। সর্বশেষ দেশ হিসেবে মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে দেশটি।
এর আগে আটটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে জাতিসঙ্ঘের সংস্থা ইউএনআরডব্লিউএতে তাদের অনুদান স্থগিত করে।
এই দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।
আরো দুটি দেশ বলেছে যে তারা ইউএনআরডব্লিউএকে পর্যালোচনা করছে। তারা হলো- আয়ারল্যান্ড ও নরওয়ে।
১৯৪৯ সালে প্রতিষ্ঠিত জাতিসঙ্ঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ইউএনআরডব্লিউএ গাজায় কাজ পরিচালনা করা জাতিসঙ্ঘের বৃহত্তম সংস্থা। সংস্থাটি গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন ও সিরিয়ার ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদান করে। গাজার অভ্যন্তরে সংস্থাটির প্রায় ১৩ হাজার কর্মী রয়েছে।