নিজস্ব প্রতিবেদক ৭ জানুয়ারি ২০২৪ , ২:৩৫:১৪ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রাজন সাহার বিরুদ্ধে কাঁচি মার্কায় ভোট দেয়ার জন্য সাধারণ ভোটারদের সরাসরি উৎসাহ প্রদান ও চাপ সৃষ্টি করার অভিযোগ করছেন নৌকা মার্কার সমর্থন এবং সাধারণ ভোটার।
কেন্দ্র অফিসার সিগারেটের প্যাকেট সামনে রেখে সাধারণ ভোটারদের সাথে মাস্তানি শুরু করেন। এই অবস্থায় সাধারণ ভোটার এবং নৌকার সমর্থকেরা প্রতিবাদ করা শুরু করলে রাজন সাহা নিজের পিঠ বাঁচাতে নিজ দ্বায়িত্বে কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেন। এই প্রতিবেদন লিখা পর্যন্ত উক্ত কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে।
এতে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াসহ উত্তেজনা বিরাজ করছে, যেকোন সময় অঘটন ঘটার আশংকা রয়েছে।